শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
30 Jul 2025 11:58 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৪০ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড রেলগেটের নিকট থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিজানুর নওগাঁ জেলার রানীনগর উপজেলার আকনা গ্রামের জহিদুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার সান্তাহার খ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় জনবলসহ ওই স্থানে অভিযান চালিয়ে রেলগেটের নিকট মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে তার ব্যাগে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় সোর্পদ করা হয়েছে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।