রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 02:57 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সারাদেশে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় শতাধিক ব্যক্তি এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিসিএমটিএ) নামের একটি সংগঠন।মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল, সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক গোলাম রব্বানী রিংকু, স্থানীয় খলিলুর রহমান, আব্দুস সামাদ মন্ডল মধু, গোলাম মোস্তফা রঞ্জু, ফিরোজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের ছত্রছায়ায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে চলেছে। দালালের মাধ্যমে সাধারণ রোগীদের হয়রানি করাসহ নির্বিকারে টেস্ট বাণিজ্য করছে। এছাড়া সনদবিহীন অদক্ষ টেকনিশিয়ান দিয়ে রোগ নির্ণয় করায় রোগীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এসব প্রতিকারে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।