রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
08 Apr 2025 02:21 am
![]() |
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই তিন কর্মকর্তাই নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার। গত কয়েক মাসে একাধিক বদলির আদেশ দিয়েছে ডিএমপি।
রবিবার (১৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এ অফিস আদেশে এ তিন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।
বদলি করা কর্মকর্তারা হচ্ছেন- ডিএমপির স্পেশাল অ্যাকশন বিভাগের ইন্সপেক্টর (নিরস্ত্র) ইলিয়াস হোসেনকে ডিএমপির লাইনওআর সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, ডিবি তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহিদুল ইসলামকে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে এবং যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন) জাকির হোসাইনকে ডিবি তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।