রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
02 Jan 2025 07:32 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হামলা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একাধিক নেতা আহত হয়েছে বলে পার্টির দাবি।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ হামলার ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এক যুক্ত বিবৃতিতে বলেন, পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় পলাশবাড়ী চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
বক্তারা বলেন, এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারসহ সিপিবির উপজেলার নেতারা। সমাবেশ শুরুর পরেই স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা হামলা করে সমাবেশের ব্যানার ও মাইক কেড়ে নেয়। নেতাকর্মীদের মারধর করে। এতে অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, ওয়ারেছ সরকারসহ অনেকে আহত হয়েছেন।
আহত হওয়ার তথ্য নিশ্চিত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু বলেন, এ ঘটনার সাথে জড়িতে হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি। হামলা করে ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলন দমানো যাবে না, মন্তব্য করেন তিনি।