শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:43 pm
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই বেহর্স্টকেই এবার দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এখনো অফিসিয়ালভাবে কিছুই জানায়নি ইংলিশ ক্লাবটি। তবে খুব শীঘ্রই সব কিছু চূড়ান্ত করে জানিয়ে দিবে ম্যানইউ।
বেহর্স্টের ক্যারিয়ার শুরু হয় প্রিমিয়ার লিগেই। বার্নলির হয়ে যাত্রা শুরু হয় তার। তবে সেখানে ২০ ম্যাচ খেলে মাত্র ২ গোল পান। পারফরম্যান্স খরায় থাকা এই ফরোয়ার্ড তাই চলে যেতে হয় তুরস্কের ক্লাব বেসিকতাসে।
কিন্তু বিশ্বকাপেই নিজেকে অন্যভাবে চেনান এই ফুটবলার। কাতারে দুর্দান্ত খেলে সবার মনোযোগ কেড়ে নিয়েছেন। জানুয়ারির দলবদলের বাজারে তাই রেড ডেভিলসরা মরিয়া হয়ে তাকে শেষ পর্যন্ত দলে ভিড়িয়েছে।
বেসিকতাসের সঙ্গে বেহর্স্টের চুক্তি ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত। কিন্তু তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন ছিল অনেক বেশি। ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর ফরোয়ার্ড খুঁজতে মরিয়া ক্লাবটি শেষ পর্যন্ত দলে টানতে পেরেছে ডাচ এই ফুটবলারকে।