শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
27 Nov 2024 12:41 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা পৌর পার্কে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা। শেষদিনে জমে ওঠেছে মেলাটি। নানা পণ্যের পসরায় নজর কাড়ছে দর্শনার্থীদের।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে মেলায় দেখা যায়, নারী উদ্যোক্তারা তাদের নিজ হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসছেন।এর আগে, গত বৃহস্পতিবার গাইবান্ধা গট ট্যালেন্টের আয়োজনে পৌর পার্কে তিনদিন ব্যাপী এ মেলার আজ শেষদিন। এদিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলার উদ্দেশ্য হল তাদের পরিচিতি বৃদ্ধি করা এবং তাদের ব্যবসাকে লাভজনক এবং টেকসই করার জন্য গ্রাহকদের কাছে পণ্যের প্রচার করা। মেলায় আয়োজকরা ৭৫টি স্টল স্থাপন করেছেন। যেখানে ক্রেতাদের জন্য পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, বিছানার চাদর ও সোয়েটারসহ বিভিন্ন ধরনের পণ্য ক্রেতাদের জন্য প্রদর্শিত হচ্ছে। মেলার স্টলে পোশাক পণ্য ছাড়াও নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পিঠা বিক্রি হচ্ছে।
উদ্যোক্তা মাসুদা ইয়াছমিন লতা জানান, বিভিন্ন রকমের পাটজাত পণ্যসামগ্রীর আবেদন নিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করার চেষ্টা করেন। তারা যেমন দেশের সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখতে চান একইভাবে নিজেকে কর্মক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে তৈরিও করতে চান।
উদ্যোক্তা আফসানা ববি বলেন, আমরা দেশিয় পণ্য নিয়ে কাজ করছি। দেশীয় পণ্যকে বিশ্ব বাজারে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আশপাশের যে সকল নারীরা আছে তাদের নিয়ে কাজ করি আমরা।
আয়োজকদের মধ্যে মালেকা আফসারী নামের একজন উদ্যোক্তা বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অনেক ক্রেতা মেলায় আসছেন। ব্যবসার অবস্থাও ভালো।