শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 09:47 am
শাফায়াত সজল,বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেঙ্গামারা উওরপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া প্রতিয়োগিতা, পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কাশেম পাইকাড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাজিবুল করিম রাফি। তিনি তার বক্তব্যে বলেন, "এই সমাজ, এই দেশ আমাদের। আমাদের তরুণ যুবকেরা যেন বিপথে না যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে, তাদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে হবে, তবেই এই সমাজ থেকে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব"।
বিশিষ্ট ধারাভাষ্যকার ইসমাইল হোসেন রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি বলেন,"নিজেকে সুস্থ সবল রাখতে সবাইকেই ক্রীড়া চর্চার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। তাছাড়া আমাদের দেশ সামনের দিকে অগ্রসর হতে পারবেনা, এটা হতে দেওয়া উচিৎ নয়"।
এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মাদ, টিএমএসএস পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা আয়শা বেগম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, বিশিষ্ট সমাজ সেবক আলিম পাইকাড়, সোবাহান পাইকাড়, হাসেম আলী পাইকাড়, বাদশা পাইকাড়, নাজু প্রমুখ। বক্তব্য শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।