শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 07:53 am
আসাদ সবুজ,বরগুনা:- ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে এক ভুক্তভোগী। শনিবার (১৪ জানুয়ারি) বেলা এগারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জলিল ফরাজী (৪৫) নামে এক ব্যাক্তি। এতে হয়রানির শিকার হচ্ছে জলিলের পরিবারও। ভুক্তভোগী জলিল ফরাজী বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মোক্তার আলী ফরাজীর ছেলে।
খোজ নিয়ে জানা যায়, গত ২০২০ সালের ১৫ জুলাই ছোটবগী ইউনিয়নের ৩৭ নং মৌজার ৩৮, ৩৯ ও ৪০ নং খতিয়ানের জলিল ফরাজীর কেনা জমির মালিক দাবি করে মামলা করে শাহজাহান নামে এক ব্যাক্তি। পরে একই বছর ৩০ আগস্ট বিষয়টি নিয়ে শালিশে বসে স্থানীয় গন্যমান্যরা। বৈঠকে উপযুক্ত প্রমানাদি না দেখাতে পায়ায় জলিলের পক্ষে রায় হয়।
এদিকে জলিলের বিরুদ্ধে শাহজাহানের দেয়া মামলাটি একই বছর ২১ নভেম্বর খারিজ হয়। এবং এই জমি জলিলকে ভোগ দখলের আদেশ দেন আদালত। পরে এই জমিতে আমরা বীজ রোপনের জন্য চাষাবাদ করতে গেলে শাজাহানরা বাধা দেয়। তাই জলিল শাজাহানদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকে শাজাহান একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে জলিলদের৷
এবিষয়ে লিখিত বক্তব্যে ভুক্তভোগী জলিল বলেন, ১৯৭০ সালে সরকারের কাছ থেকে আট একর ২৪ শতাংশ জমি আমরা কিনে নেই৷ এখানে শাজাহানদের কোন সম্পৃক্ততা নেই। তারা ক্ষমতার জোরে আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর সর্বশেষ গতবছরের ৩১ ডিসেম্বর শাজাহনের ভগিনা স্বপন আমার নামে মিথ্যা মামলা দায়ের করে। মামলা করা হয় যে আমরা তাদের মারধর করেচি, অথচ আমরা সেদিন কেউ ওই জমিতে যাইনি।
তিনি বলেন, চলতি মাসের ১ তারিখ আমরা আমাদের জমিতে ধান কাটতে গেলে শাজাহান পুনরায় আমাদের নামে আরেকটি মামলা করে। তাতে উল্লেখ করে আমরা স্বপনের পা ভেঙে দিয়েছি। যা সম্পূর্ণ বানোয়াট। এমন হয়রানিমুলক মামলা থেকে বাচতে সকলের সাহায্য চাই।