শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
17 Dec 2024 02:38 am
রংপুরের বদরগঞ্জে ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে কাটা পড়ে এক তরুণ মারা গেছেন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। বয়স আনুমানিক (২২)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ পৌর শহরের ১৩ নং রেল ঘুমটি এলাকায়।
স্থানীয় ও জিআরপি সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে আসা বুড়িমারী ট্রেনের ছাদের ওপর ছিলেন ৫-৭জন যুবক। তারা ওই ছাদে চলন্ত ট্রেনের ওপর লাফালাফি করছিলেন। ওই তরুণ মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। সেসময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাব্বাসুম বিনতা জানান, ওই যুবকের বাম হাত কাটা পড়েছে। হাসপাতাল পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
রংপুর জিআরপি’র সদস্য আল আমিন বলেন, আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।