বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 03:11 am
বুধবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জঙ্গিবাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অপরাধে গ্রেফতার জামায়াত ইসলামের আমিরের প্রসঙ্গ তুলে তাকে 'মানবতাবাদী লোক' হিসেবে অভিহিত করেন।
নুর নিজের নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে বলেন, ‘জামায়েতের আমিরের মতো একজন মানবতাবাদী লোককেও জঙ্গিবাদে জড়িয়ে যারা জেলে নিতে পারে আমাকে নেয়া তো তাদের জন্য কোনো ব্যাপার না।’
জামায়াতের আমির শফিকুর রহমানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ ডিসেম্বর গ্রেফতার করে। এর আগে সরাসরি জঙ্গিদের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় তার ছেলে চিকিৎসক রাফাত সাদিক সাইফুল্লাহ। ছেলে জঙ্গি ট্রেনিংয়ের জন্য হিজরত করে এবং তার ছেলে একটা গ্রুপসহ বান্দরবানের পাহাড়ের উদ্দেশে রওনা করে যেতে না পেরে শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে জামায়াত আমির তাকে (ছেলেকে) নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেন। এ সবকিছু প্রমাণীত এবং শফিকুর রহমান এ সব কথা স্বীকার করেছেন।
কিন্তু তার জঙ্গি সম্পৃক্ততাকে নুর 'জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ' এবং মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধ করা এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সাম্প্রদায়ীক উসকানিমূলক কার্যক্রমে জড়িত জামায়াত ইসলামের নেতাকে 'মানবতাবাদী লোক' হিসেবে অভিহিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা স্পষ্টভাবেই প্রমাণ করে যে নুর দেশের মৌলবাদী ডানপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হতে যাচ্ছেন।
অবশ্য সাম্প্রদায়িক ও মৌলবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত হওয়া নুরের জন্য নতুন কিছু নয়। জনপ্রিয়তা অর্জনের শুরু থেকেই তিনি বিভিন্ন সময় তার রূপ বদলেছেন। ডাকসু নির্বাচনে তার ডাকে সাড়া দিয়ে যখন বাম বেশ কিছু দল নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেখানেই নিজে পদত্যাগ করেননি নুরুল হক নুর।
সম্প্রতি দুবাই সফরে গিয়ে ইসরাইলি গোয়েন্দার সঙ্গে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছবিটি শুরুতেই এডিটেড বলে প্রচারণা শুরু করেন নুরের অন্যতম সহযোগী এবং সমর্থক তারেক।
এই ছবির বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি পোস্ট করতে থাকেন তিনি। এমনকি বৈঠকের ঘটনার সমালোচনা করায় আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদকে শিবির বলে প্রচারণাও করেন তারেক।
নুরের সহযোগী তারেকের ফেসবুকে গিয়ে দেখা যায়, ডাকসুর সাবেক এই ভিপির পক্ষে বারবার প্রচার প্রচারণা চালিয়েছেন তিনি। এছাড়াও দেশবিরোধী নানা বক্তব্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এই যুবক। এরমধ্যে একটি ভিডিওতে দেখা যায়, রোহিঙ্গাদের ট্রেনিং দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ মিয়ানমারে পাঠানোর দাবি জানিয়েছে সে।
এর আগে জামায়াতের পক্ষ নিয়ে হুম্মাম কাদেরের সুরে নুর যেভাবে সাফাই গেয়েছিলেন (বাংলাদেশ ভারতের পেটের ভেতর ঢুকে যাবে) সেই বক্তব্যও প্রচার করেছেন তারেক। এছাড়া ভারতকে নিয়ে বারবার বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন নুরের এই অনুসারী।
২০২১ সালে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপে হামলা হয়। সেদিন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল নিয়ে এসে জেএম সেন হল পূজামণ্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় হামলাকারীরা। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ হামলার ঘটনায় পরে যুব অধিকার পরিষদের নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল বাংলাদেশ যুব অধিকার পরিষদের চট্টগ্রামের ৯ নেতাকর্মী ছিল।সময়