বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
11 Apr 2025 09:29 am
![]() |
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বুধবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান করা বার্তা সংস্থা এএফপির এক কর্মী বলেন, আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছে বা আহত হয়েছে। তবে আমি লোকটিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।
তিনি আরো বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।
স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। তালেবান পরিচালিত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।