মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
19 Apr 2025 01:16 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দুরগঞ্জ উপজেলার মাঠে উড়ে এসে মাটিতে বসে হাঁপাচ্ছিল বিশালাকৃতির একটি শকুন। স্থানীয় কৃষকরা পাখিটিতে দেখতে পেয়ে উদ্ধার করে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামের কৃষকরা মাঠ থেকে শকুনটি উদ্ধার করে।
সন্দুরগঞ্জে স্থানীয় শরিফুল ইসলাম হাবিব বলেন, দুপুরের দিকে হঠাৎ শকুনটি উড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাঁসফাঁস শুরু করে। এরই মধ্যে অসুস্থ শকুনটি উদ্ধার করে গাইবান্ধা বন বিভাগে খবর দেওয়া হয়।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল বলেন, পাখিটি হেফাজতে নেওয়ার জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।