মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
21 Aug 2025 08:37 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা শহরে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের ট্রাফিক বক্সের সামনের গোল চত্ত্বরে গাড়িটি জব্দ করা হয়।গাইবান্ধা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইসতিয়ার উদ্দিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহরের গোল চত্ত্বর এলাকায় সাদা রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তবে সেখান থেকে চালক পালিয়ে গেলেও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।