সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:17 am
![]() |
রবিবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী এ্যাভোকেট আল আমিন,যুব ওক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন সম্পাদক এ্যাভোকেট শাহীন মিয়া, অডিট ও নির্বাচন সম্পাদক এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সংগঠন সম্পাদক এ্যাভোকেট নুরুল ইসলাম আকন্দ, শ্রম সম্পাদক আজগর আলী, দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, সমাজ সেবা মাওলানা আব্দুল হামিদ বেগ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, মানব সম্পাদ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে ফ্যাসিস্ট সরকার যা কিছু কেঁড়ে নিয়েছিল, সবকিছুই মহান আল্লাহ আবারও ফিরিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনও জামায়াতে ইসলামীর পক্ষে যাবে, ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।মানুষ এখন দাঁড়িপাল্লাকে সংসদে দেখতে চায়। তিনি ইসলামী আদর্শ বাস্তবায়নে সকল দায়িত্বশীলদের একযোগে কাজ করার জন্য আহবান জানান।