সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
25 Nov 2024 04:13 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে অসহায় ও শীতার্ত মানুষের ব্যাক্তিগত তহবিল থেকে শতাধিক কম্বল বিতরণ করেছেন আলহাজ্ব ইন্জিয়ার হযরত আলী।
আলহাজ্ব ইন্জিনিয়ার হযরত আলী বলেন, "প্রতিবছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেয়ে নিজে ধন্য মনে করছি"।জামালপুর সদর উপজেলার শরিফ পুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে হাজীবাড়ী সাংবাদিক শাহ আলী বাচ্চু পুত্র মেহেদী হাসান কনক আলহাজ্ব ইন্জিয়ার হযরত আলীর পক্ষে উপস্থিত থেকে অসহায়, দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
৯ জানুয়ারি বিকেলে রাঙ্গামাটিয়া গ্রামের হাজীবাড়ীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান হামিদী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং শরিফ পুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম। আরও উপস্থিত ছিলেন, শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল,শরিফপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর ইসলাম, জামালপুর জেলা জাতীয় পাটির সদস্য এম,এ জলিল মাষ্টার,শরিফপুর ইউনিয়ন জাতীয় পাটির আহ্বায়ক আব্দুল করিম(অবঃসৈনিক), শরিফপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ, সরকার, রাঙ্গামাটিয়া গ্রামের আলাউদ্দিন খোকা, আনোয়ার হোসেন, আলহাস উদ্দিন রাঙ্গামাটিয়া বড় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ মাহামুদুর রহমান, ও রাঙ্গামাটিয়া উত্তর পাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা শফিকুর রহমান প্রমূখ।প্রতিবছরের ন্যায় এবছরও দানবীর আলহাজ্ব ইন্জিয়ার মো, হজরত আলী কতৃক দানকৃত কম্বল রাঙ্গামাটি,শরিফপুর শ্রীরামপুর,রঘুনাথপুর, জয়রামপুর, বেড়াপাথালিয়া ও রনরামপুর গ্রামের শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ পুরুষ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা।