শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩
29 Nov 2024 01:45 am
সাবেক তথ্যমন্ত্রী হাবিব উল্লাহ খান হৃদরোগের আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাবিব উল্লাহ খান সত্তরের দশকে তথ্যমন্ত্রী এবং আশির দশকে পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন।
তার স্ত্রী সালমা খান ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত জুলাইতে তিনি মারা যান। তাদের একমাত্র মেয়ে ওয়াশিংটনে বসবাস করেন। বাবার মৃত্যুর খবরে তিনি দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হাবিব উল্লাহ খানের মৃত্যুতে বিএনপি শোক জানিয়েছে।