শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩
07 Apr 2025 06:12 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে শিশু আব্দুল্লাহ বসত বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। এসময় শিশু আব্দুল্লাহকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেন।
শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।