শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 01:18 am
![]() |
টোকিওর জনপ্রিয় মাছ বাজার টোয়োসো ফিশ মার্কেটে নতুন বছরের শুরুতে প্রতিবছরই হয় টুনা মাছের নিলাম। তারই ধারাবাহিকতায় এবারও বেশ জমকালোভাবে হয়েছে এ আয়োজন। নিলামে ২১২ কেজি ওজনের ওই টুনা মাছটির দাম উঠেছে ৩৬ মিলিয়ন ইয়েন, অর্থাৎ ২ লাখ ৭২ হাজার ৬৬ ডলার। যা গেল বছরের সর্বোচ্চ দামের প্রায় দ্বিগুণ। ২০২১ সালে নিলামে ওঠা ২১১ কেজির টুনা মাছের দাম উঠেছিলো ১ লাখ ৪৫ হাজার ৫৭০ ডলার। কর্তৃপক্ষ বলছে, ইয়েনের ব্যাপক অবমূল্যায়নের কারণেই টুনার এই আকাশছোঁয়া দাম।
জাপানের মৎস্য শিল্প প্রতিনিধি কোহেই টাগুচি বলেন, গত এক বছর ইয়েনের ব্যাপক অবমূল্যায়ন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছে। করোনাভাইরাস এবং পারিপার্শ্বিক অনেক কারণেই মৎস্য শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সবার সহযোগিতায় আমরা শিল্পকে আবারও চাঙা করতে কাজ করবো।
তবে, নিলামে আকাশছোঁয়া দাম উঠলেও দেশটির বাজার পরিস্থতি বলছে ভিন্ন কথা। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে জাপানে তুলনামূলক কমেছে টুনা মাছের চাহিদা।
সূত্র: জাপান টাইমস