শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩
02 Aug 2025 09:05 pm
![]() |
শুক্রবার সকালে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন তিনি।
এ সময় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
জাতির পিতার সমাধি সৌধে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পদ্মাসেতু পার হয়ে সকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। রাতে টুঙ্গিপাড়ায় থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।