বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
03 Dec 2024 11:15 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ১ টায় আদমদীঘির তালশন পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির তালশন গ্রামের থেদমত আলীর ছেলে খায়রুল ইসলাম (৪১) ও একই গ্রামের মকবুল প্রামানিকের ছেলে মামুন (৪০)।
পুলিশ জানায়, গত বুধবার রাত ১ টায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ তালশন পশ্চিমপাড়া রাস্তার উপড় বেচাকেনার সময় ১৫০ গ্রাম গাঁজাসহ উল্লেখিত দুইজনকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
আবু মুত্তালিব মতি