বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 10:12 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের ইসলামপুরে রাস্তার প্বাশে মোট ৭৩ শতক জমি পারিবারিক কবরস্থান দীর্ঘ দিন পর সেটি বিক্রি করেছেন মোছা ঃ লাইলী বেগম। বাকি আছে আর ৬ শতক সেখানে রয়েছে মৃত্যু মিজানূর রহমান বাবুল এর ১ বছর আগের কবরটি এখনো বাঁশের বেড়া নষ্ট হয়নি। তার পরে সেটি নিয়েও চলছে বিক্রির পায়তাড়া।
পরিবারটির অভিযোগ, বিবাদী লাইলী বেগমের সেখানে তার বাবা,মা,ভাই বোন,দাদা দাদীসহ ৩৫-৪০ বছরের অনেক কবর আছে। আর লাইলি বেগম অলরেডি তার মায়ের কবরের অংশ বিক্রি করে দিছে তার উপর নির্মান কাজ চলছে,এখন বাকী ০৬ শতক বিক্রির পায়তারা চলছে লাইলী বেগম তার ফুপু হয় এবং তার স্বামী মৃত্যু মিজানূর রহমান বাবুল ১বছর আছে মারা যায়। তখন তার স্বামী কে তাড়া এখানে কবর দিতে না চাইলেও বিবাদীগনের নির্দেশে পারিবারিক কবরস্থানের দাফন করার জন্য বলে। তারপর তাড়া সেখানে দাফন করে এখন হঠাৎ করেই বিবাদী গন পারিবারিক কবরস্থানটি বিক্রি করে ফেলে এবং বাকি ৬ শতক জমিতে তার স্বামী মৃত্যু মিজানূর রহমান বাবুল এর কবর থাকায় সিটিও বিক্রি করার পায়তারা করলে মৃত্যু বাবুলের স্ত্রী মোছা: জাহানারা খানম মিনু তাদেরকে বাকি ৬ শতক বিক্রি না করার জন্য অনুরোধ করেও পেরিয়ে উঠতে পারছে না। এবং তাকে তার মৃত্যু স্বামীর হার হার্ডিও তুলে নিতে বলে।
মৃত্যু মিজানূর রহমান বাবুল এর একমাত্র কণ্যা লামিয়া তাসনিম মিতু জানায়, আমার বাবা মারা যাওয়া প্রায় ১ বছর হয়েছে। তবে মারা যাওয়ার পর আমরা এখানে দাফন করতে না চাইলেও আমার ফুপুদের কথাতে আমরা এই পারিবারিক কবরস্থানটিতে দাফন করেছি তবে এখন হঠাৎ করেই তাড়া বাকি অংশটিও বিক্রি করবে এবং এখন আমার বাবার সব কিছু তুলে নিতে বলছে। এখন নিরুপায় আমরা এখন প্রশাসনের কাছে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
এ বিষয়ে ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: আনারুল আজিম আনু জানান, এতিমধ্যেই বিষয়টি শুনেছি এবং তাদের সাথে কথা বলে কি করা যায় করব।