বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 01:51 pm
৭১ভিশন ডেস্ক:- কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। সেইসঙ্গে নিজের ক্রান্তিলগ্নে বহু কাক্ষিত সোনালী ট্রফি জয়ের স্বাদ পান আর্জেন্টাইন মহাতারকা লিওনলে মেসি। বিশ্বকাপের জয়ের পর ক্লাব থেকে লম্বা ছুটি নিয়ে নিজ দেশে উদযাপনে মাতেন মেসি।
পরিবারের সঙ্গে কাটিয়েছেন বড়দিন ও বর্ষবরণ। লম্বা ছুটি শেষে ক্লাবে ফিরেছেন মেসি। বুধবার (৪ জানুয়ারি) দলের অনুশীলনে যোগ দেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের জন্য ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছে থেকে ‘গার্ড অব অনার’ পান মেসি।
গতকাল (মঙ্গলবার) আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় নিজের প্রাইভেট বিমানে করে জন্মভূমি রোজারিও থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও তিন সন্তান। আজ সকালে প্যারিসে পৌঁছান তিনি।
পিএসজি শিবিরে ফিরলেই সতীর্থরা হাসিমুখে বরণ করে নেন বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন নেইমার, কার্লোস সোলার, সারাবিয়া, নুনও মেন্ডেজসহ আরও বেশ কয়েকজন ফুটবলার। তবে ছিলেন না দলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার কিলিয়ান এমবাপে। সতীর্থ আশারাফ হাকিমির সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড।
মেসির পিএসজির ডেরায় ফেরা নিয়ে অপেক্ষা করছিল বড় চমকের। মাঠে অনুশীলনে পৌঁছানোর পর দুইদিকে সারি বেঁধে দাঁড়িয়ে মেসিকে গার্ড অব অনার প্রদান করেন পিএসজির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। তখন করতালি দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয় মেসিকে। সেই সময় উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান উপদেষ্টা লুইস ক্যাম্পোস। মেসির হাতে তিনি বিশ্বকাপ জয়ের অভিনন্দনসূচক একটি ট্রফিও তুলে দেন।
সবকিছু ঠিক থাকলে পার্ক দেস প্রিন্সেসে আগামী ১১ জানুয়ারি দিবাগত রাত ২টায় অ্যাঞ্জার্সের বিপক্ষে পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন মেসি। তাছাড়াও শীঘ্রই পিএসজির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করবেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।