বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 07:15 am
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার শহরদীঘি এলাকার রেললাইনের ওপর বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা রেল পুলিশের। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে।
বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকাল আটটার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। এর পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙ্গা ট্যাব মোবাইল, মোবাইল কাভার, মানিব্যাগ পাওয়া গেছে।
এসআই আমিনুল বলেন, খোঁজ নিয়ে অসতর্ক অবস্থায় ঐ যুবক রেললাইনে বসে ছিলেন এজন্য ট্রেন আসার বিষয়টি তিনি বুঝতে পারেনি। নিহত যুবকের পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, মরদেহের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ শনাক্ত করা সম্ভব। এর পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।