বুধবার, ০৪ জানুয়ারী, ২০২৩
24 Nov 2024 08:24 am
আগামী ৬ জানুয়ারি ৭ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে মাঠে গড়াবে বিপিএল। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। খুলনা টাইগার্সের ক্রিকেটারদের নিয়ে মঙ্গলবার (০৩ জানুয়ারি) শেরে-বাংলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কোচ সুজন। দলীয় অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আসরে বিদেশি ক্রিকেটারের উপস্থিতি নিয়ে। সেখানে সুজনের কণ্ঠে সমালোচনা ঝরে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিকে নিয়ে।
একটা সময় ভারতের জনপ্রিয় লিগ আইপিএলের পর বিবেচনা করা হতো বিপিএলকে। কিন্তু বর্তমানে এ টুর্নামেন্টটি পিএসএল, সিপিএলের সঙ্গেও প্রতিযোগিতায় নেই। বিপিএলের মান কমেছে বলেই এখানে খুব একটা ভালো মানের বিদেশি ক্রিকেটারের দেখা মিলছে না বলে মত সুজনের।
গণমাধ্যমকে সুজন বলেন, ‘পেশাদারিত্ব হিসেবে আমরা খুবই ভালো ছিলাম। আইপিএলের পর আমরা ছিলাম। বাট সবাই হয়তো টেক ওভার করছে। অনেকেই হয়তো ভালো করছে। এটাও সত্য কথা যে, আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আসছে এটা ওপেন (বিদেশি) করার পরও ড্রাফট থেকে খুব ভালো খেলোয়াড় আমরা পাইনি।’
বিপিএলে বিদেশি ক্রিকেটার না আসার পেছনে অবশ্য একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকেও কারণ হিসেবে দেখছেন সুজন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো এখানে বিনিয়োগ করায়, ক্রিকেটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ টুর্নামেন্ট, এমনটা মনে করেন তিনি। কারণ এখানে ভালো করতে পারলেই তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে। আইপিএলের জনপ্রিয়তা ক্রিকেটারদের কাছে কতটা সেটা বোঝাতে সুজন জানান, খেলোয়াড় থাকলে তিনি নিজেও বিপিএল না খেলে আইপিএল খেলতেন।
তিনি বলেন, ‘যেহেতু দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট করছে। যারা ওখানে খেলছে তারা কিন্তু আইপিএল বেইজ টিমই। তাদের জন্য মুখ্য ভূমিকা থাকে আইপিএল খেলার। খেলোয়াড়রা কিন্তু আলটিমেটলি চায় ওইসব টুর্নামেন্ট খেলতে, যেন আইপিএলের নজর কাড়তে পারে। সারাবিশ্বে আইপিএলের ওপর কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নেই। তাদের দলে খেলার জন্য ইচ্ছা তো থাকবেই। আমি খেলোয়াড় হলে আমারও থাকতো। আমি এখানে না থেকে ওখানে যেতাম।’
ভারতের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের লিগ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে সুজন উল্লেখ করেছেন ফ্র্যাঞ্চাইজির স্বল্পমেয়াদি বিনিয়োগ। অল্প সময়ের জন্য দল কিনে ফ্র্যাঞ্চাইজিগুলো লোকসানে পড়ছে দেখে বিপিএলের উন্নতি হচ্ছে না বলে মনে করেন খুলনার এ কোচ।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভারতের মার্কেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। আমাদের ফ্রাঞ্চাইজি মালিকরাও যে খুব বড় বাজেটের দল করছেন তা না। তিন চার বছর আগে তিন-চারটা টিম বড় বাজেটের টিম করতো সেটা এখন কমে গেছে। খালি বিজনেসম্যানরা এসে ১০-১৫ কোটি টাকা খরচ করছে, বিনিময়ে কী নিয়ে যাচ্ছে? হয়তো স্পন্সর পাচ্ছে। কিন্তু স্পন্সর থেকেও যে বিশাল অঙ্কের টাকা তুলতে পারছে বর্তমানে দেশের যা অবস্থা, তাও না। একটা টিম কিন্তু আসে। এক-দুই-তিন বছর থাকে। তখন ৩ কোটি টাকা লস করে। তিন বছর পর এই লসটা কিন্তু করবে না কেউ।’
সুজন যোগ করেন, ‘আপনি যদি ৮ বছরের জন্য টিম নেন। প্রথম তিন বছর লস করবেন, তারপর একটা ব্রেক ইভেনে যাবেন তারপর প্রোফিট করা শুরু করবো। ওরকম না হলে কিন্তু সবাই আসতে চাইবে না। দিনশেষে তারা সবাই ব্যবসায়ী। তারা বিজসেনটাই বুঝবে। আমি বিশ্বাস করি এরকম দলও থাকবে যারা লম্বা সময়ের জন্য খেলবে। কুমিল্লা যেমন আছে। এটা ভালো দিক। রংপুরও আবার ব্যাক করেছে। খুলনাও এখন অনেক দিন ধরে খেলছে। বড় টিমগুলো আরো বেশি ভালো হবে।’