মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 01:11 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপি শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ অনুষ্ঠিত হবে। গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৫ জানুয়ারি বুধবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)’র তত্ত¡াবধানে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃউপজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ (অনুর্দ্ধ-১৭) বুধবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গেমস্ এর উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. অলিউর রহমান। উদ্বোধনের দিন প্রথমে নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার মো. কামাল হোসেন। একইদিন সংলগ্ন সুলতানা কামাল ইনডোর স্টেডিয়াম ও পৌর পার্কের পুকুরে অন্য খেলাগুলোও অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে মঙ্গলবার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা ক্রীড়া সংস্থার গোলাম মারুফ মনা, আবুল হাসনাত বুলু, রকিবুল হক চৌধুরী, মাসুদুল হক মাসুদ, ওয়াহিদ মুরাদ লিমন, রেজাউন্নবী রাজু, রকিবুল ইসলাম রিটন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলায় ৮টি ইভেন্টে গেমসে ক্রীড়াবিদরা অংশ নেবেন। এগুলো হচ্ছে- ফুটবল (দলগত), রাগবী (দলগত), অ্যাথলেটিকস্, দাবা, টেবিল টেনিস, সাঁতার, ব্যাড মিন্টন ও বকসিং। গাইবান্ধায় আন্ত:উপজেলা এই প্রতিযোগিতায় সদর উপজেলা থেকে ৯৫ জন, পলাশবাড়ি থেকে ৭৫ জন, গোবিন্দগঞ্জ থেকে ৮৭ জন, সুন্দরগঞ্জ থেকে ৫৯ জন, ফুলছড়ি থেকে ৬৮ জন, সাদুল্যাপুর থেকে ৫৭ জন এবং সাঘাটা থেকে ৭৭ জনসহ মোট ৫১৮ জন তরুণ-তরুণী বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে আন্ত:জেলা প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে। বিওএ প্রতিনিধি মো. আমজাদ হোসেন মজনু এ ক্রীড়া আয়োজনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।