মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩
23 Nov 2024 07:46 am
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃগাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং ও বখাটেপনার প্রতিবাদ করায় সহকারী শিক্ষক রাজিব সুলতানকে লাঞ্ছিত ও হত্যার চেষ্টা করা হয়েছে। এরই প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বখাটেদের মূলহোতা মেহেদী হাসান ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বখাটে মেহেদী হাসানসহ তার সহযোগীদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী ত্রিমোহনী বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে মেহেদী হাসানসহ তার সহযোগীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আ. বারী, সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আবু রায়হান রিপন, পিয়াারাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবা, পিয়াারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পী মিয়া,আখি আখতার প্রমুখ।
উল্লেখ্য, মেহেদী হাসানসহ সহযোগী বখাটেরা স্কুলের ছাত্রীদেরকে গেটের সামনে ও রাস্তা ঘাটে প্রায় সময় উত্যক্ত করছিল। বিষয়টি স্কুলের ছাত্রীরা শিক্ষদের অবগত করলে বখাটে মহেদী হাসানকে মৌখিকভাবে শাসন করা হয়। এরই জের ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সুলতান আবারও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সোমবার দুপুরে স্থানীয় ত্রিমেহনীবাজারস্থ জনৈক এনামুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর শাহ আলমের পুত্র বখাটে মেহেদী হাসানসহ অপর সহযোগিরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যায়। বর্তমানে শিক্ষক রাজিব সুলতান গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধী আছেন।