সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
23 Nov 2024 02:53 am
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমের তালা রবিবার ১ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের উপস্থিতিতে খোলা হয়। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন মন্ডলসহ স্থানীয় নের্তৃবৃন্দ।
জানা যায়, পুনরায় সভাপতি হতে না পেরে বিদ্যালয়ে গত ২৮ ডিসেম্বর বুধবার তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন মিঠিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাদা ও সভাপতি মোর্শেদ আলী সরকার। গত বুধবার সকালে সভাপতি ও সম্পাদক দলীয় লোকজন সাথে নিয়ে সিসি ক্যামেরার সংযোগ খুলে গ্রান্ডার মেশিন দিয়ে বিদ্যালয়ের তালা কেটে নতুন করে তালা ঝুলিয়ে দেন। বিদ্যালয়ে তালা দেয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতহলের সৃষ্টি হয়। সরেজমিন ঘুরে জানা গেছে ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাদা পরপর দুইবার ওই বিদ্যায়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে গত ১০ নভেম্বর ওই এডহক কমিটির মেয়াদ শেষ হলে পুনরায় সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি কিন্ত আইনে পরপর ২ বারের বেশি সভাপতি হওয়ার বিধান নাই।
গত ৪ অক্টোবর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রেরন করেন প্রধান শিক্ষক। শিক্ষা শিক্ষা বোর্ড খলিলুর রহমান সরকারকে সভাপতি করে ওই কমিটি অনুমোদন করার পর প্রকাশ পেলে ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সাদেকুল ইসলাম সাদা, সভাপতি মোর্শেদ আলী সরকারের নেতৃত্বে
তার সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ওই বিদ্যালয়ে তালা দেন।