সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 05:44 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ শীতকালীন প্রশিক্ষণ ২০২২-২৩ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ২ জানুয়ারি সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মীরের পাড়া গ্রাম ও পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান এনডিসি,পিএসসি( কমান্ডার ৩৬০), পদাতিক ব্রিগেড মেজর নাসের উদ্দিন খান পিএসসি (অধিনায়ক সদরদপ্তর ৩৬০) সহ একদল সেনা সদস্য। এ সময় এলাকার দু'শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।