সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 02:59 pm
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, দেশের প্রতিটি গ্রামে আজ আধুনিকায়নের ছোঁয়া, যেই এলাকায় যেতে হাটুসমান কাঁদা-পানি ছিলো সেখানে আজ পাকা সড়ক হয়েছে। এ সব কিছুই হয়েছে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। কারন তিনি কথার চেয়ে কাজ বেশি করেন।
আজ সোমবার (২ জানুয়ারী) সকালে বরিশাল সার্কিট হাউজে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে ১৯৯৩-১৯৯৪ সালে ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলো আন্দোলন দমন করার জন্য, ৯৪ সালে যখন কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিলো তখন ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিলো। এভাবে একাধিকবার খালেদা জিয়ার নির্দেশে আওয়ামী লীগকর্মীসহ অনেক আন্দোলনরত মানুষকে হত্যা করা হয়েছে। সর্বশেষ ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোল বোমা দিয়ে আগুনে পুরে অনেক শিশু-নারীকে হত্যা করেছে বিএনপি-জামাত।
শাজাহান খান বলেন, ৭ খোপের কবুতর খাইয়া বিলাই হইছে সাধু ,বিএনপি বলে তারা সন্ত্রাসীর রাজনীতি করে না, কিন্তু তারা যে এতো হত্যাকান্ড ঘটিয়েছে তা কি?
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।