সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 04:01 am
জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও ফাপোড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার বলেছেন একদিনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে নজীর সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন শিক্ষার্থী যেন টাকার অভাবে ঝড়ে না পড়ে সেজন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি চালু করেছেন। তিনি ক্ষমতায় আসার পর একের পর এক কাজ করে বিশ্বের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। পদ্মা সেতু থেকে মেট্রারেল সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামীলীগের নেত্রী নন, তিনি জনগনের নেত্রী। তিনি দেশের সাধারন মানুষের কথা ভাবেন, তাদের ভাগ্য উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন এবং সেটা সফল ভাবে সম্পন্ন করছেন। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিন এবং আওয়ামীলীগকে নির্বাচিত করে জনগনের উন্নয়নের ধারাকে ত্বরান্নিত করুন। গতকাল সকালে বগুড়া সদরের ফাপোড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসবে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় আরো বেশি মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, তোমরাই দেশের আগামী দিনের কান্ডারী, তোমরা ছাত্রজীবনে যত বেশি পড়ালেখা করবে, তোমাদের ভবিষ্যত জীবন ততই উজ্জল হবে।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলতাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, আমজাদ হোসেন, মোছাঃ বুলবুলি খাতুন, রীতা রানী সাহা, আনিছুর রহমান, সাইমা পারভীন, গৌরব চন্দ্র দাস, মোজাম্মেল হক, গুলনাহার বানু, আব্দুস ছালাম, আশরাফ আলী, রওশন আরা বেগম, তহমিনা আকতার, আরফিনা আকতার, মাহফুজা খানম,লতিফুল খাবির (রনি), আতিকুর রহমান এবং নাছিমা খাতুন সহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।