রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩
05 Apr 2025 03:18 pm
![]() |
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥কেক কাটা, আলোচনা সভা এবং বিশাল বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি। এ উপলক্ষ্যে রবিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করে স্থানীয় জাতীয় পার্টি। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব ওমর ফারুক বাবুল আকনসহ অন্যরা। সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
এদিকে জেলা ও মহানগর জাতীয় পার্টি বিকেল ৩টায় নগরীতে এক র্যালী ও সমাবেশের আয়োজন করে।