শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
23 Feb 2025 04:03 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- আমরা নির্বাচিত হলে উন্নয়ন মূলক কাজ করে চাঁদপুরকে চাঁদ বানিয়ে ছাড়বো কবির হোসেন মিজি ।। শতাধিক গাড়ি বহর নিয়ে চাঁদপুরে আগমন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজম খান। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তিনি মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকভ্যান এবং মোটর সাইকেলসহ শতাধিক বিশাল গাড়ি বহর নিয়ে বিভিন্ন নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে চাঁদপুরে প্রবেশ করেন। ঢাকা থেকে রওয়ানা হয়ে প্রথমে তিনি মতলব উপজেলায় পথসভা করে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘ কয়েক বছর আমার নিজ এলাকায় চাঁদপুরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামী করে রাখা হয়েছিলো। আজ এত বছর পর চাঁদপুরে এসে আমি অনেক আনন্দিত। কারন আপনারা আমাকে যে আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি খুব মুগ্ধ এবং উচ্ছাসিত।
তিনি বলেন, আমরা সবাই একই দলের কর্মী, আমরা যেনো এক নেতা আরেক নেতার উপর কোন প্রকার শক্তি প্রয়োগ না করি। একজন নেতার ভোটের যে মূল্য সাধারণ মানুষের ভোটেরও সে একই মূল্য। অনেকেই বলে থাকেন চাঁদপুরে নেতা হবে কে। নেতা নির্ধারণ করবে আমাদের নেতা তারেক রহমান। আমাদের চাঁদপুরে যে কমিটি আছে, আপনাদের আহবান জানাচ্ছি আপনারা সেই কাঠামো অনুযায়ী যে যার নেতৃত্বকে মেনে নিন। আপনারা কেউ দয়া করে হিংসা, বিদ্বেষ, কোনো কাটাকাটি মারামারিতে জড়াবেন না। যুদ্ধ নয় আমরা শান্তি চাই শান্তি। আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে নেতা নির্ধারণ করবেন, আমরা তাকেই সবাই শ্রদ্ধা ভরে মেনে নিবো। আমরা তার জন্যই কাজ করবো।
তিনি আরো বলেন আমি দীর্ঘ ষোল বছর পর চাঁদপুরে এসে দেখলাম চাঁদপুরে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি যখন কলেজে পড়তাম তখন চাঁদপুর শহরে যেরকম রাস্তাঘাট দেখেছি সেগুলো সেরকমই রয়ে গেছে। রাস্তাঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি। চাঁদপুরে হাজার হাজার ভবন হয়েছে অনেক মানুষ বেড়েছে কিন্তু সে হারে চাঁদপুরে তেমন কোন উন্নয়ন হয়নি। আমাদের উন্নয়নের জন্য তারেক রহমানের যেই ৩১ দফা রয়েছে সেটাকে পালন করতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে। গত ১৬ বছরে আমাদের চাঁদপুরে লোক সংখ্যা বেড়েছে প্রায় দশগুণ। কিন্তু কোন মেইল ইন্ডাস্ট্রি তেমন কোন কিছুই হয় নাই। তাহলে আমাদের যে যুবসমাজ রয়েছে তারা কোথায় যাবে। তারা চাকরি করবে কোথায় গিয়ে। তাদের মধ্যে অনেকেই বেকার জীবন যাপন করছেন। তাহলে তাদের চাকরির জন্য আমাদেরকে চাঁদপুরের সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে মেইল ইন্ডাস্ট্রি করতে হবে।
অনেক নারীরাও কর্মহীন, তাই আমরা চাঁদপুরে ক্ষুদ্র কুটির শিল্প করার চেষ্টা করবো। বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে চাঁদপুরকে চাঁদ বানিয়ে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। সভায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, রাফিউস শাহাদাত ওয়াসিম, জিসান চাঁদপুর জেলা শাখার সভাপতি এমদাদুল হক মিলন সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হাসান আলী মাঠের আলোচনা শেষে হাজার নেতাকর্মীসহ গাড়ি বহর নিয়ে তিনি তার গ্রামের নিজ বাড়ি মৈশাদীতে দিতে ফিরে যান।