শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
23 Feb 2025 03:57 am
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- ২০.০২.২০২৫ কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবস উপলক্ষে প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
পরে একে একে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তাবক অর্পন করে। পরে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে নিরবতা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।