বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
23 Feb 2025 05:35 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আল- ইয়াসা- রহমান তাপাদার তার নিজ দায়িত্বসহ ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা চেয়ারম্যান,মেয়রসহ তার কাঁধে ৮৮ পদের ভার। উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি হলে চলতি বছরে ১৬ ই জানুয়ারী তার স্থালে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
৮৮ পদে দায়িত্ব থাকলেও সে যেন হার না মানা এই লৌহ মানব, কাজ পাগল সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইয়াসা রহমান তাপাদার,ভারপ্রাপ্ত ইউএনও,উপজেলা চেয়ারম্যান,পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান,মেয়র, পুরুষ কাউন্সিলর ৯. মহিল ৩, হাইস্কুল ৪৭,মাদ্রাসা ৮,কলেজ ৪,এফতেদায়ী মাদ্রাসা ২,স্কাউট, ক্রীড়া,শিল্প কলা একাডেমি সহ ৮৮ টি পদ কাঁধে নিয়ে দিন রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রতিটি দপ্তরের দেখতে হয় তাদের ফাইলপত্র, ও নিজ দপ্তরে সপ্তাহে সোমবার বুধবার জমির মিস কেচ দেখাসহ কোনো প্রতিষ্ঠানের মামলা থাকলে সেখানে বাড়তি সময় ব্যয় করতে হয়। তাছাড়াও উপজেলায় অবৈধ বালু উত্তালন, মাটি কাটা,গাছ কাটা অসামাজিক কর্মকান্ড বাল্য বিয়ায় ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনা করতে হয়।
জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি না থাকায় এভাবে অন্তত ৮৮টি পদের দায়িত্ব সামলাতে গলদঘর্ম অবস্থা তার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের সভাপতির দায়িত্ব পালন করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কয়েকটি কমিটিতে উপদেষ্টা এবং ৮-১০টি কমিটির সভাপতির দায়িত্বে থাকতেন। তবে তারা না থাকায় উপজেলা প্রশাসক হিসেবে সব কমিটির দায়িত্ব এখন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আল- ইয়াসা রহমান তাপাদার এর কাঁধে এছাড়া জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানসহ নানা জনের লিখিত ও মৌখিক অভিযোগ শোনা এবং সেগুলোর সমাধানও অনেক ক্ষেত্রে তাকেই করতে হচ্ছে।
জানা গেছে, আইনশৃঙ্খলা কমিটি থেকে শুরু করে শিক্ষা, কৃষি উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, হাট-বাজার ব্যবস্থাপনা, বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, মাতৃত্ব ভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআর-কাবিটা, বিভিন্ন দিবস উদযাপনসহ উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আল- ইয়াসা রহমান তাপাদার। এখন সমন্বয় সভাও পরিচালনা করতে হচ্ছে তাকেই। উপজেলা পর্যায়ে একজন ইউএনও স্বাভাবিকভাবে ৪০ থেকে ৪৫টি কমিটির সভাপতি থাকেন ইউএনও না থাকায় সে গুলো অটো এসিল্যান্ডের কাঁধে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মোকসেদ চৌধুরী জানান,তাদের কাছে প্রতিদিন শত শত মানুষ আসতেন বিভিন্ন ধরনের সেবা নিতে। এখন উপজেলা চেয়ারম্যান না থাকায় সব কাজের চাপ পড়েছে ইউএনওর ওপর ইউএনও না থাকায় সহকারী কমিশনার(ভূমি) মোঃ আল- ইয়াসা রহমান তাপাদার একা এত দায়িত্ব সামলানো সত্যিই খুব কঠিন। তারপরও তিনি যে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন সেটা প্রশংসার দাবিদার।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইয়াসা তাপাদার বলেন, এতগুলো দায়িত্ব এক সঙে একা পালন করা কষ্টকর হলেও তা করতে হচ্ছে। কাজ বাদ দেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত সময় দিয়ে হলেও নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। কাজের চাপ থাকলেও কেউ হয়রানির শিকার হচ্ছে না দাবি করে তিনি বলেন, অফিসের কর্মীদের নিয়ে অতিরিক্ত সময় কাজ করছি আমরা। দূর-দূরান্ত থেকে লোকজন উপজেলা পরিষদ,ইউএনও মেয়র এর দপ্তরে এসে যেন ভোগান্তিতে না পড়েন,সেজন্য স্টাফসহ আমরা সবাই সেদিকেও নজর রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন সব কাজ যেন সততার সঙ্গে করতে পারি।