শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
26 Jan 2025 12:18 pm
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার নামে এলজিইডি কার্য-সহকারি আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হায়দার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জামিলা লেন এলাকার আব্দুল হামিদের ছেলে।
নিহত সানোয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সরিষাবাড়ীতে কার্য সহকারী পদে চাকরি করতেন।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০:৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭নং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ী রেলস্টেশনে প্রবেশের সময় ঝাঁপ দিলে সানোয়ার হায়দার চলন্ত ট্রেনে তার দেহটি কেটে খন্ড বিখন্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রেলস্টেশনে অপেক্ষমান যাত্রী আনোয়ার হোসেন জানান,নিহত ব্যক্তি ট্রেন আসার পূর্বে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। যখন ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সে ট্রেনের সামনে ঝাঁপ দেয়।
এ ঘটনায় স্থানীয় লেকজন ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান,সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন।তিনি দুই বছর যাবত এখানে কর্মরত আছেন।শুনতে পারলাম আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।
তিনি আরো বলেন,তার পরিবারকে জানানো হয়েছে।এ বিষয়ে সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে জানান,রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর হয়েছে।