রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 10:22 am
সোহেল আহম্মদ,ভোলা:- খুনি,ফ্যাসিস্ট,স্বৈরাচার হাসিনা ও তার বোন রেহেনা ভারতে পালিয়ে যাওয়ার দৃশ্য টিভিতে দেখে আমরা কারাবন্দীরা চোখের পানি নিয়ে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছি৷চিৎকার করে আল্লাহ শুকরিয়া আদায় করেছি।ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছে৷দাম্ভিকতা,অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ গজব ওর উপর নাজিল হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
২৫শে জানুয়ারি দুপুরে ভোলা সরকারী স্কুল মাঠে বিশাল জনসভায় এ কথা বলেন তিনি।তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে লগি-বইঠা দিয়ে ছাত্রশিবিরের ৬জন নেতাকে নির্মম ভাবে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনার কর্মীরা।হরণ করেছে এ দেশের মানুষের ভোটাধিকার।২০১৮ সালে আমার বাড়ীর সামনে কেন্দ্র,আমি এমপি প্রার্থী হয়েও ভোট দিতে পারিনি শুধু তাই নয় আমার বাবা বয়স্ক মানুষ তিনি পর্যন্ত ভোট দিতে পারেনি।খুনি ফ্যাসিস্ট হাসিনা আমাদের সব অধিকার হরণ করেছে।এ খুনির বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি আরো বলেন,হাসিনার পতন থেকে পৃথিবীর সকল স্বৈরাচাররা শিক্ষা নেওয়া উচিত,কোন অহংকারী,কোন দাম্ভিকতা বেশি দিন টিকতে পারে না,হাসিনা ও পারেনি,ভবিষ্যতে ও কোন স্বৈরাচার টিকবে ইনশাআল্লাহ।
খুনি হাসিনা দাম্ভিকতা নিয়ে আমাদের নিরপরাধ নেতাদের মিথ্যা মামলা,মিথ্যা সাক্ষী বানিয়ে, মিথ্যা ট্রাইবুনাল দিয়ে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে অনেক কে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে।আমাদের হ্নদয়ে রক্তক্ষরণ হয়েছে।মনোবল ভেঙ্গে গিয়েছে কিন্তু আল্লাহ উপর ভরসা রেখে দ্বীন প্রতিষ্ঠা থেকে আমরা পিছুটান হয়নি।যার জন্যই আজ আমরা মুক্ত বাতাসে আর হাসিনা যেখানের মাল সেখানে চলে গেছে।
ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু ভোলা-বরিশাল সেতু।আগামীতে বাংলাদেশে কোন বড় সেতু বাস্তবায়ন হলে সবার আগে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করার দাবী থাকবে বাংলাদেশ জামাতে ইসলামীর।
এ ছাড়া ভোলার গ্যাস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তিনি বলেন ভোলায় এত বড় বড় নেতা, মন্ত্রী ছিলেন কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হলো না এটা দুঃখজনক।জামাতে ইসলামীর দাবী থাকবে ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় করার এবং ভোলার গ্যাস ভোলার মানুষ আগে বাসা বাড়ীতে পাবে এ দাবী আমরা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবো।
জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে এবং পিআর পদ্ধতিতে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে বলেও জানান তিনি।
সুশৃঙ্খল ও বিশাল এ কর্মী সম্মেলনে ভোলা সরকারী স্কুল মাঠে জায়গা না হওয়ায় আশে-পাশে রাস্তায় অবস্থান নিয়েছে জামাতে ইসলামীর নেতাকর্মীরা।ভোলার ইতিহাসে এ প্রথম জামাতে ইসলামীর এ ঐতিহাসিক সম্মেলনে জেলা আমির মাষ্টার জাকির হোসেন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি হারুনর রশীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন বাবর, জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা,আবু জাফর মোঃ ওবায়েদুল্লাহ ।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন,ভোলা জেলা জামাতের সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল, সাবেক আমীর মাওলানা ফজলুল করিম, পটুয়াখালী জেলার সাবেক আমির ও ভোলা জেলার তদারকি ফখরুদ্দিন খান রাযী, ভোলা জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম,সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ পারভেজ হোসেন, সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, জুলাই আগষ্টে গুলিবিদ্ধ ছাত্রনেতা মোঃ মাহমুদুল হাসান রাসেলপ্রমুখ।