মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
26 Jan 2025 12:28 pm
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরে পৌরসভার ৮নং ওয়ার্ড স্বর্ণঘোষ বড়াইল মাদ্রাসার সংলগ্ন বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রবিবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক পৌরসভার চেয়ারম্যান ইয়াকুব হাওলাদারের ছবি ও আসবাবপত্রসহ সমগ্র কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।তারা কার্যালয়ে থাকা ১টি ল্যাপটপ, ১টি টিভি, ৫০টি চেয়ার ভাঙচুর করে এবং জমির কিছু দলিল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাগজপত্র নিয়ে যায়। এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোর রাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পরপরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ¯স্লোগান দেন এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই ক্লাবে সময় দিই। গতকাল মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে।এ ঘটনায় যারা জড়িত, তাদের বিচার দাবি করছি।’
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানি না। তবে আমাদের ধারণা ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে।যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।স্থানীয়রা ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি।এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।