বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 02:01 pm
প্রেস বিজ্ঞপ্তি:-প্রায় এক বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষে দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব আদালত কর্তৃক পিবিআইকে দেওয়া হলে ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার বেলা ২ টা ৩০ মিনিটে ঢাকা পিবিআই অফিসে মামলার বাদী,আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক এম. এ. হাশেম রাজু পিবিআই’র এডিশনাল এসপি থোয়াই অং প্রু মারমা ও ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নিকট মামলার সকল ডকুমেন্টস হস্তান্তর করেছেন।
প্রায় এক বছর আগে তৎকালীন স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী, এমপি এবং নেতারা বারংবার বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে টুপ করে নদী ফেলে চুবানো হবে। আর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা ও জবাই করে মেজবান খাওয়ানো হবে।কখনো কখনো পিটার হাসকে বিএনপি—জামায়াতের ভগবান বলেও ব্যঙ্গ করেছেন আওয়ামী মন্ত্রী—এমপিরা।
মামলার বাদী এম. এ. হাশেম রাজু দ্রুততম সময়ের মধ্যে আগামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বার্তা প্রেরক,.বিপ্লব পার্থ,পরিচালক, মিডিয়া এন্ড ইনফরমেশন,আন্তর্জাতিক মানবাধিকার কমিশন,আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টার