বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
15 Jan 2025 09:33 pm
স্টাফ রিপোর্টারঃ- বুধবার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া আইডিয়াল একাডেমীর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ দারুস সুফফা ট্রাস্টের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, অধ্যক্ষ ইকবাল হোসেন, সম্জা সেবক আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সমাজ কে কুরআন হাদীসের আলোকে সুন্দর করে গড়ে তুলতে পারলে রাস্ট্র অবশ্যই সুন্দর হবে। সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি দুর হবে। দেশ কল্যাণময় রাস্ট্রে পরিণত হবে। তিনি আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বুধবার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া আইডিয়াল একাডেমীর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নবীণ বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।