বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
15 Jan 2025 07:36 pm
স্টাফ রিপোর্টার:-তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ।এ অঞ্চলের জেলা রংপুরেও দাপট দেখাচ্ছে শীত।এতে বিপাকে পড়েছে অসহায় খেটে খাওয়া দুস্থ পরিবারগুলো।তাদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে শ্রী শ্রী শ্রী জগৎগুরু ডক্টর চন্দ্রশেখর শিবাচার্য্য মহা স্বামীজি বারানসি,উত্তর প্রদেশ,ভারত।
আসুন অসহায় মানুষের পাশে দাড়াই এই শ্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১৪জনুয়ারি)২০২৪ ইং রংপুরের কাউনিয়া উপজেলার ২ নং হারাগাছ এলাকার সোনাতন শ্রী শ্রী শিবশক্তি মঠ প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শ্রী শ্রী শ্রী জগৎগুরু ডক্টর চন্দ্রশেখর শিবাচার্য্য মহা স্বামীজি বারানসির সহায়তায এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সাবেক নেতা আলহাজ্ব এমদাদুল হক ভরসা,শিবশক্তি মঠ সভাপতি নিরোধ চন্দ্র,পঙ্কজ,এইচ এম আব্দুল্লাহ,বিএনপি নেতা মিজানুর রহমান,ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সাইফুর রহমান শামীম