মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
15 Jan 2025 06:53 am
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর রাণীনগরে চাঁদাবাজীর অভিযোগে একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।রোববার রাতে নওগাঁ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজীতে জড়িত থাকার সুস্পষ্ট প্রমানের ভিত্তিতে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ইমরান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।বহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধানত্ কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।
বহিস্কৃত যুবদল নেতা ইমরান হোসেন বলেন, বহিস্কারের চিঠি হাতে পাইনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।আমি ষড়যন্ত্রের স্বীকার দাবি করে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে মামলা দিয়েছে এবং দল থেকে বহিস্কার করেছে।আমি এব্যাপারে সাংগঠনিক প্রতিকার চাইবো।
উল্লেখ্য, গত ৯জানুয়ারী দুপুরে উপজেলার বিশঘড়িয়া গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনকে বাড়ী থেকে তুলে এনে মারধর করে দুই লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগ ওঠে যুবদল নেতা ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে।এঘটনায় আলমগীরের বাবা মোজাহার আলী বাদী হয়ে শনিবার রাতে যুবদল নেতা ইমরানসহ ৯জনের বিরুদ্ধে অপহরণ,মারধর ও দুই লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।এঘটনার প্রেক্ষিতে যুবদল নেতা ইমরান হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়।