মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
14 Jan 2025 07:06 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:- এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই ¯েøাগানে রংপুরে পীরগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।১৩ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে র্যালী বের করে উপজেলা প্রশাসন।র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম এ ফারুক,উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, তথ্য অফিসার আসফাক হোসেনসহ ও বিভিন্ন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা র্যালীতে অংশ গ্রহন করে।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর