মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
26 Jan 2025 04:50 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদ,গাইবান্ধার আয়োজনে শহরের ডিবি
রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক সিপাহী আব্দুর রাজ্জাক, আশাদুল ও
হাবিলদার আফছার আলীসহ অন্যরা।বক্তারা বলেন,পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত
করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ তাদের মুক্তির দাবি জানান। সেই সাথে প্রহসনের ১৮টি
স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধা
(রেশন,বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করারও দাবি জানান।এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন,নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ
দেওয়ার কথাও জানান বক্তারা।