শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
11 Jan 2025 12:23 am
বগুড়া প্রতিনিধি:- হিমেল হাওয়ার সাথে বগুড়াসহ উত্তরবঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। উচ্চবিত্তদের কাছে শীত অনেক সময় উপভোগ্য হলেও বিপাকে পরে যায় খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। এমন পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া ইয়ূথ ফোরাম।
শুক্রবার বিকেলে বগুড়া সদরের নারুলী তালপট্টি এলাকায় পরম মমতায় সংগঠনের পক্ষে অর্ধশতাধিক শীতার্ত মানুষের হাতে ভালো মানের কম্বল তুলে দেয়া হয়েছে। বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দেশ টিভির বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার রহমানের সার্বিক পরিচালনায় কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোস্তম আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ইয়ূথ ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ ও স্থানীয় মাদক ও সন্ত্রাস প্রতিরোধ গ্রাম কমিটির সভাপতি কপিল ব্যাপারী। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া ইয়ূথ ফোরামের কোষাধ্যক্ষ আল আমিন মন্ডল রনি, সদস্যবৃন্দ যথাক্রমে জিসান আহম্মেদ, আতিকুল ইসলাম, সোহেল রানা, মারুফ ইসলাম প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে যুব সংগঠক সঞ্জু রায় ও ইফতেখার রহমান বলেন, উত্তরের হিমেল হাওয়ায় শীতার্ত মানুষেরা বেশ কষ্টে রয়েছে। কিন্তু প্রতিবছর বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে থেকে শীতবস্ত্র বিতরণের অনেক উদ্যোগ দেখা গেলেও এবছর তা এখনো বেশি দেখা যাচ্ছেনা। যে কারণে নিজেদের স্বল্প সামর্থ্যে মানবতার বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হাত ধরে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এসময় তারা সামর্থ্যবান সকলকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে উদ্বার্ত আহ্বান জানান।
উল্লেখ্য, বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের হাত ধরে ২০১৫ সাল থেকে যুব নেতৃত্ব বিকাশ ও শিশু অধিকার প্রতিষ্ঠায় বগুড়া ইয়ূথ ফোরাম কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিশুদের স্কুলগামী করা, এলাকাভিত্তিক ক্যাম্পেইন এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে আসছে সংগঠনটি।