বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 11:27 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- দিনাজপুর জেলার পার্বতীপুরো ৯জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা।৭ ডিসেম্বর পীরগঞ্জ হানাদার মুক্ত দিবসে সম্মুখ যোদ্ধা হিসেবে এসব মুক্তিযোদ্ধা অবদান রেখেছিল।
মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু সুফিয়ান হিরুর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,বীর মুক্তিযোদ্ধা আফছার আলী (মরনোত্তর),বীর মুক্তিযোদ্ধা খান বাহাদুর,বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আলী,বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আকবর আলী,বীর মুক্তিযোদ্ধা শাহদত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদকে ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের আশিকুর রহমান সৌরভ,রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কাফি সরকার, পীরগঞ্জ উপজেলা ভুমিহীন কল্যাণ সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা খান বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক,বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ,বীর মুক্তিযোদ্ধা
ওসমান খান,বীর মুক্তিযোদ্ধা আকবর আলী,তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটির পীরগঞ্জ উপজেলা সভাপতি এড.কাজী লুমুম্বা লুমু, ন্যাপ-ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট গেরিলা বাহিনীর পশ্চিমাঞ্চল ডেপুটি কমান্ডার কমরেড শাহাদাত হোসেন সহ অনেকে।এর আগে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে।পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি