শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
29 Dec 2024 06:25 pm
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের বাজিতপুর হইতে মতিহারা মহাসড়কে একটি অজ্ঞাতনামা চলন্ত ট্রাক থেকে গত বৃহস্পতিবার রাতে চালের বস্তা সহ ৩ জন চোর কে আটক করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে ভাদুরিয়া হইতে বাজিতপুর সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে একটি চলন্ত ট্রাক থেকে চাল চুরির সময় ৩ জন চোরকে হাতেনাতে আটক করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওয়াদুদ এর নেতৃত্বে এসআই মহুবার ও তার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে তিন জন চোর কে হাতে নাতে আটক করা হয়েছে।
চাল চোর দিনাজপুরের হাকিমপুর থানার ডাংগাপাড়া এলাকার মোঃ মোঃ বেলাল হোসেনের ছেলে সাকিল ইসলাম ও মোঃ সেলিম ভুইয়ার ছেলে আব্দুল হাকিম ও আব্দুল ওয়াহেদ এর ছেলে মোমিনুল ইসলাম এব্যপারে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওয়াদুদ জানান, আজ শুক্রবার দুপুরে ৩জন চোরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।