বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
25 Dec 2024 01:54 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়ায় দুদক’র মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি টিম গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিবি ইন্সপেক্টর ইকবাল বাহার জানান,গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে।তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।তিনি তিনটি হত্যা,ধর্ষণ,নারী নির্যাতনসহ ১৯টি মামলার আসামি।ছাত্রী ধর্ষণ ও মা-মেয়েকে মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হন তুফান সরকার।সে সময় প্রায় ৫ বছর জেলা কারাগারে বন্দি থাকার পর জামিনে ছাড়া পান।
এছাড়া চলতি বছরের গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। ইন্সপেক্টর ইকবাল বাহার জানান,তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে।এছাড়াও তুফান সরকার দুদক’র একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
আদালত সূত্র জানায়,আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে গ্রেপ্তার তুফান সরকারকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।এরপর আদালতের বিচারক সুকান্ত সাহা তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।পরে তাকে কারাগারে পাঠানো হয়।