মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
26 Dec 2024 12:22 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ-দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ই ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা পরিবারের মাঝে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর)সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফুল ইসলাম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামের আমির নজরুল ইসলাম,২ নং বিনোদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ প্রমুখ।
এর আগে নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে সূর্যদ্বয়ের সাথে সাথে পুস্প অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযাদ্ধা সংসদ,পুলিশ,বৈষ্যম্য বিরাধী আদালনের শিক্ষার্থী, নবাবগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।