মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
25 Dec 2024 11:33 pm
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:-যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।এরপরে পীরগঞ্জ থানা পুলিশ ,রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের উপস্থিতিতে উপজেলা বিএনপি,মুক্তিযোদ্ধা সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন,পীরগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।এরপরে বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
উদ্ভোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ত্বকী ফয়সাল তালুকদার, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার,মুক্তিযোদ্ধাগন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হয়।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর