সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
25 Dec 2024 12:44 pm
ফিরোজ হোসেন বদলগাছী,(নওগাঁ)প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার মথুরাপুর ইউপির গোবরচাঁপা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মথুরাপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি'র সভাপতি ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু।
এর আগে নতুন বাংলাদেশ বিনির্মানে গত জুলাই আগষ্ট-এ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন বদলগাছী মহিলা দলের সদস্য মুনিরা সুলতানা, বদলগাছী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল ইসলাম রাজা, ইউনিয়ন যুবদলের সভাপতি রুস্তম আলী, শ্রমিক দলের আবু মূসা এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সুমন হেসেন।
উক্ত সমাবেশে মথুরাপুর ইউপি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ-সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও সম্প্রীতি বিষয়ে বক্তব্য রাখেন।